E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে মৎস্য চাষিদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ

২০২১ মে ৩০ ১৮:৪৭:৩৬
ঈশ্বরদীতে মৎস্য চাষিদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলার মৎস্যচাষীদের মাঝে ‘মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাজশাহী’র আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপকরণ হিসেবে ভ্যান, সেলাই মেশিন, মাছের খাদ্য, চুনসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানও জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে রাজশাহী মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সেলিম আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাকিলা জাহান, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা সেলিম আকতারসহ মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মৎস্য চাষী ও মৎস্যজীবী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও রাজশাহী মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ৪০ জন মৎস্যজীবীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

(এসকেকে/এসপি/মে ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test