E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আ. লীগের ত্যাগী নেতাকর্মীদের বিক্ষোভ 

২০২১ মে ৩০ ২৩:৩৪:০৩
ঠাকুরগাঁওয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আ. লীগের ত্যাগী নেতাকর্মীদের বিক্ষোভ 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা।

আজ রোববার (৩০ মে) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ কমিটিতে ঠাঁই না পাওয়া ত্যাগী নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন, ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক দেলওয়ার হোসেন সিদ্দিকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাষানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান ও উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ফজলে এলাহি প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৯ সালের ২৫ নভেম্বর সম্মেলনের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলার কমিটি গঠন করা হলেও অসৎ উদ্দেশ্যে পরদিনই ওই কমিটি বাতিল করা হয়।পরবর্তীতে কুট কৌশলের আশ্রয় নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।সম্প্রতি ওই কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জেলা আওয়ামীলীগ, ঘোষিত কমিটিতে আ’লীগের দূ:সময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে একাধিক জামায়াত-বিএনপি পরিবারের সদস্য ও মাদকসেবীকে স্থান দেওয়া হয়েছে।

অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

কর্মসুচি চলাকালে পথচারির কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করার পাশাপাশি সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করায় প্রায় দু ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৫ নভেম্বর সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জেলার নেতারা। পরে একই পরিবারের দুই ভাইকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করায় গণমাধ্যমে সমালোচনা শুরু হলে পরদিনই কেন্দ্রীয় নির্দেশে সেই কমিটি বাতিল করা হয়। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে পুনরায় কেন্দ্রের নির্দেশে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন জেলা আওয়ামী লীগের নেতারা।সম্প্রতি সেই কমিটি ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।

(এফ/এসপি/মে ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test