E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছে শিক্ষার্থীরা

২০১৪ সেপ্টেম্বর ০১ ২০:০০:৫৮
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছে শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি : প্রতিটি সেমিষ্টারে ছাত্রছাত্রীদের ১৫ ক্রেডিট শর্ট সেমিষ্টার পরীক্ষার সুযোগ প্রদানসহ ৪ দফা দাবীতে সোমবার প্রায় আড়াই ঘন্টা প্রশাসনিক ভবন অবরোধ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা ৪ দফা দাবীতে সোমবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক বিভাগের পরিচালক ড. শাহাদত হোসেন খানকে অবরুদ্ধ করে রাখে। এরপর তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান গেটে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। বিকেল সাড়ে ৫টায় তারা অবরোধ তুলে নিলেও ৪ দফা দাবীতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

ছাত্র সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সমন্বয়ক শিফাত শাহ জানান, ৪ দফা দাবীর মধ্যে রয়েছে-প্রতিটি সেমিষ্টারে ৫টি বিষয়ে অর্থ্যাৎ ১৫ ক্রেডিট শর্ট সেমিষ্টার পরীক্ষার সুযোগ প্রদান, শর্ট সেমিষ্টারে সর্বোচ্চ গ্রেড বি প্লাস থেকে এ প্লাস করতে হবে, শিক্ষার্থী নির্যাতনকারী শিক্ষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষা সফরের টাকা ৫ হাজার ২’শ টাকা থেকে বৃদ্ধি করে ৮ হাজার টাকা নির্ধারন করতে হবে।

(একে/এটিআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test