E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে শিবির নেতা গ্রেফতার, পুলিশের উপর আক্রমণ

২০১৪ সেপ্টেম্বর ০২ ১০:০৯:৪৭
সিরাজগঞ্জে শিবির নেতা গ্রেফতার, পুলিশের উপর আক্রমণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় শিবির নেতাকে গ্রেফতার করায় পুলিশের উপর আক্রমণ করেছে শিবিরকর্মীরা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ ঘটনায় আটক করা হয় দুইজনকে। আটকরা হলেন, সদর উপজেলার বহুলী ইউনিয়নের বহুলী গ্রামের শিবির নেতা আলিম (২৯) ও শিবিরকর্মী মোতালেব হোসেন (৩৫।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর হরতালে নাশকতা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা ও পুলিশের কাজে বাধা প্রদানসহ প্রায় ১২টি মামলার আসামি আলিমকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় এলাকার জামায়াত-শিবির নেতাকর্মী ও সমর্থকরা পুলিশকে ঘেরাও করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় মোতালেব হোসেন নামে আরেকজনকে পুলিশ আটক করে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test