E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন প্রজন্ম খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাবে : শিক্ষামন্ত্রী 

২০২১ জুন ০১ ১৮:৪৩:৩০
নতুন প্রজন্ম খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাবে : শিক্ষামন্ত্রী 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২১ অনূর্ধ্ব -১৭ চাঁদপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়ানুরাগী ক্রীড়ামোদী একজন মানুষ। যার নামে এই খেলা বঙ্গবন্ধু নিজেও একজন কৃতি ফুটবলার ছিলেন। ছোটবেলা থেকেই ফুটবল খেলেছেন এবং নিজের ফুটবল টিমও ছিল। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জ্যেষ্ঠপুত্র শেখ কামাল বাংলাদেশের আধুনিক ক্রীড়াজগতের অন্যতম সংগঠক ছিলেন। তার স্ত্রী সুলতানা কামালও ছিলেন খ্যাতিমান একজন অ্যাথলেটিক। পুরো বঙ্গবন্ধু পরিবারই ক্রীড়ামোদী ক্রীড়ানুরাগী এবং পৃষ্ঠপোষক একটি পরিবার।

তিনি বলেন, বাংলাদেশ সব খেলাতেই এগিয়ে যাচ্ছে। আর্চারিতে আন্তর্জাতিকভাবে রানার আপ হয়েছে। ক্রিকেট বিশ্বেও বাংলাদেশের শক্ত অবস্থান রয়েছে।

মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে যেসব খেলাধুলার মাধ্যমে প্রতিভাবান অন্বেষণ করা হয়, তার মধ্যে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অন্যতম। এ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দের দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলার জন্য উপযুক্ত ভাবে গড়ে তোলা হয়। আমাদের এই খেলোয়াড়রা একদিন জাতীয় পর্যায় খেলে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে।

তিনি বলেন, খেলাধুলা না থাকলে আমাদের যুব সমাজ বিপদগামী হয়। সব খেলাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের যুবসমাজ ও নতুন প্রজন্ম এই খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাবে। তিনি মুজিববর্ষে এবং স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক শাহিন হোসেন পাটোয়ারী।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অন্যান্য অতিথিবর্গ এবং কর্মকর্তাদের নিয়ে জাতীয় ওকরিয়া পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে চাঁদপুর জেলা পর্যায়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী ফরিদগঞ্জ উপজেলা বালক বালিকা দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনএসআই উপ পরিচালক শাহ আরমান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইমতিয়াজ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল,জেলা ক্রীড়া অফিসার মোঃ তারেকুল ইসলাম, চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,বাবুরহাট কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশারেফ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ,শাহরাস্তি ইউএনএ শিরিন আক্তার , হাজীগঞ্জ ইউএনও মোমেনা আক্তার, মতলব উত্তর ইউএনও গাজী শরিফুল হাসান,হাইমচর ইউএনও চাই থোয়াইলা চৌধুরী,
এসিল্যান্ড একিমিত্র চাকমা, এসিল্যান্ডড মতলব দঃ নুসরাত শারমিন, চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী,

চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্র হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাহ, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা রাজিয়া,ফরিদগঞ্জ উপজেলা বালিকা টিমের কোচ সুলতানা রাজিয়া দিপুসহ আরো অনেকে।

জেলা পর্যায়ে প্রতিযোগিতার প্রথম দিন ফরিদগঞ্জ উপজেলা, শাহরাস্তি উপজেলা, চাঁদপুর পৌরসভা, মতলব উতলব উত্তর, হাজীগঞ্জ উপজেলা ও হাইমচর উপজেলা বালক বালিকা দলের মধ্যকার টুর্নামেন্টের ক্রীড়া সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর পৌরসভা শতলব উত্তর ের সাথে আর ফরিদগঞ্জ উপজেলা দল শাহরাস্তি উপজেলার সাথে জয়লাভ করে। ২ জুন এবং ৩ জুন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ও পুরস্কার বিতরন হবে ৪ জুন।

(ইউ/এসপি/জুন ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test