E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৃহহীন অন্ধ নাজমাকে নতুন ঘর করে দিলো জেলা আ. লীগ

২০২১ জুন ০৪ ১৫:৪৪:৪২
গৃহহীন অন্ধ নাজমাকে নতুন ঘর করে দিলো জেলা আ. লীগ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীরামপুরের গৃহহীন অন্ধ নাজমা বেগমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নতুন ঘর করে দিয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। গতকাল ৩ জুন বৃহস্পতিবার বেলা ১২টার সময় ওই গ্রামে গিয়ে ঘরটি বুঝিয়ে দিয়ে এসেছেন নেতৃবৃন্দ। দোচালা টিনশেড ঘরটিতে ২টি কক্ষ রয়েছে। 

ঘরটি বুঝিয়ে দেয়ার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে জেলা আওয়ামী লীগের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীন অন্ধ নাজমা বেগমকে এই ঘরটি উপহার হিসেবে বুঝিয়ে দেয়া হলো। আমরা তার পরিবারের সফলতা কামনা করছি। আমরা দৃঢ়প্রত্যয়ে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘একটি পরিবারও গৃহহীন থাকবে না’। পর্যায়ক্রমে প্রতিটি অসহায়কে ঘর করে দেয়া হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু চেয়েছিলেন উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। এই দেশে প্রতিটি নাগরিক উন্নত জীবনযাপন করবে। বাংলাদেশ হবে মর্যাদাশীল রাষ্ট্র।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রতিটি নাগরিকের জন্যে চিন্তা করে দেশ পরিচালনা করছেন। আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। এজন্যে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন, দপ্তর সম্পাদক শাহ আলম, শ্রমবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ শফিক গাজীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৃষ্টিহীন নাজমা বেগমের পিতা রিকশা চালক আব্দুর রহমান জানান, ছোটবেলায় কোনো এক রোগে আক্রান্ত হয় নাজমা বেগম। তখন টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় নাজমা অন্ধ হয়ে যায়। পরে বিয়ে দেয়া হলে নাজমার স্বামী নাজমাকে ফেলে চলে যায়। নাজমার নাজমুল ঢালী (১৭) এবং আফসানা আক্তার (১২) নামে ৫ম শ্রেণিতে পড়–য়া একটি কন্যা সন্তান রয়েছে। তাদেরকে নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতো নাজমা। অবশেষে এই ঘরটি পাওয়ায় নাজমার মাথা গুঁজার ঠাঁই হলো।

(ইউ/এসপি/জুন ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test