E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানিকগঞ্জে বাস্তুতন্তের পুনরুদ্ধার কর শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত 

২০২১ জুন ০৪ ২৩:৪১:৩৯
মানিকগঞ্জে বাস্তুতন্তের পুনরুদ্ধার কর শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত 

সাইফুদ্দিন আহমেদ নান্নু, মানিকগঞ্জ : মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "বাস্তুতন্তের পুনরুদ্ধার কর" শীর্ষক এক বিশেষ ওয়েবিনার শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ব পরিবেশ দিবস' ২০২১'র প্রতিপাদ্য "বাস্তুতন্তের পুনরুদ্ধার কর"কে সামনে রেখে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট, মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আজ শুক্রবার (৪ জুন) বিকাল ৪ টায় জুমের মাধ্যমে ওয়েবিনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মল্লিক আকরাম হোসেন, প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মমতাজ বেগম, সাবেক অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম,মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, চীনা বিজ্ঞান একাডেমির বণ্যপ্রাণী ও পরিবেশ বিষয়ক গবেষক ড. নাসির উদ্দীন,পরিবেশকর্মী এরলিন্ডা সি. কার্তিকা, আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটির সদস্য ও পরিবেশ কর্মী এ্যাড. মিজানুর রহমান রুবেল, পরিবেশ কর্মী ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. দীপক ঘোষ,দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার সানু প্রমুখ।

সভার সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ ।
সভার প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের সফল বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, পরিবেশকে অবহেলা করে মানব উন্নয়ন সম্ভব নয়। পরিবেশকে অবহেলা করার জন্যই প্রকৃতি মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে, কাজেই প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং মানুষের কল্যাণেই প্রকৃতিকে বাচিঁয়ে রাখতে হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পরিবেশ ও প্রাণ প্রকৃতির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেগুলোর সফল বাস্তবায়ন সবুজ বাংলাদেশ বিনির্মানের স্বপ্নকে সফল করবে।

তিনি বলেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির উন্নয়নের রূপরেখা কে নিজেদের দেশের পরিবেশের উন্নয়নে দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের জন্য গ্রহণ করবে।
জানান।

সংসদ সদস্য মমতাজ বেগম বলেন আমার নির্বাচনী এলাকায় ইটের ভাটা মালিকদের জরিমানা করে সেই টাকা আমি কৃষকের মাঝে বিলিয়ে দিয়েছি, কেননা ফসলি জমি নষ্ট হওয়ায় তারা সবচেয়ে ক্ষতিগ্রস্থ তাই এই টাকার হক তাদের।
সভার অন্যান্য প্যানেল স্পিকারগণ দেশের পরিবেশ খাতে অধিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন ও নদীমাতৃক বাংলাদেশের নদী সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব প্রদান করে এক্ষেত্রে যথাযথ বরাদ্দ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।

(এস/এসপি/জুন ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test