E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে রেডক্রিসেন্টের স্কুল ভলান্টিয়ারদের রশিক্ষণ অনুষ্ঠিত

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৫:২২:১৫
শেরপুরে রেডক্রিসেন্টের স্কুল ভলান্টিয়ারদের রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদী ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রশিক্ষণ ২ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হয়েছে। জাপান-বাংলাদেশ আন্তর্জাতিক বন্ধুত্ব প্রকল্পের আওতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে রেডক্রিসেন্টের আদর্শ, উদ্দেশ্য এবং জরুরী ও প্রাথমিক চিকিৎসা সেবা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ফারুল ইকবাল পলো, মিনাল কান্তি রায় ও ইউনিট অফিসার আব্দুল মোতালেব এ প্রশিক্ষনটি পরিচালনা করেন। জেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন ছাত্র-ছাত্রী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের সাধারন সম্পাদক ফখরুল মজিদ খোকন। এসময় রেডক্রিসেন্ট শেরপুর ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test