E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ২

২০২১ জুন ০৬ ১৮:৫৫:৫৮
সোনাগাজীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ২

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে সাজেদা আক্তার তামান্না (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী ও আল আমিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর আরেক বজ্রপাতের ঘটনায় শিরিন আক্তার (১০) ও আকবর হোসেন (১৫) নামে দুইজন আহত হয়েছে !

রোববার সকাল দশটার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামের আনু ফরায়েজী বাড়ীতে মৃত্যু এবং চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামে আহতের ঘটনা ঘটে।

মাদ্রাসা ছাত্রী তামান্না আলামপুর গ্রামের আনু ফরায়েজী বাড়ীর মোঃ সোলেমানের কন্যা, সে কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী, আল আমিন তার ফুফাতো ভাই, চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের মোঃ বাহার উল্যাহর পুত্র, সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বজ্রপাতে আহত শিরিন আক্তার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের আবুল কাসেমের কন্যা, আকবর হোসেন একই গ্রামের আবু নাছেরের ছেলে। আহতদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলকাবাসী জানায়, সাজেদা আক্তার তামান্না ও তার ফুফাতো ভাই আল আমিন সকাল দশটার দিকে একটি ছাতা নিয়ে তাদের ঘর থেকে পাশের ঘরে যাওয়ার সময় হাঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয়ে দু'জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে !

স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে একই সময় দক্ষিণ চরদরবেশ গ্রামে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে শিরিন আক্তার ও আকবর হোসেন আহত হয়। তাদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বজ্রপাতে দুই শিশু নিহত ও অপর দুইজন আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এনকে/এসপি/জুন ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test