E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

যুবলীগ কর্মী সোলায়মানের হত্যাকারীদের গ্রেফতার দা‌বিতে কাফ‌নের কাপড় প‌রে মানববন্ধন

২০২১ জুন ০৬ ২২:৫৩:০৯
যুবলীগ কর্মী সোলায়মানের হত্যাকারীদের গ্রেফতার দা‌বিতে কাফ‌নের কাপড় প‌রে মানববন্ধন

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে রূপগঞ্জে যুবলীগ কর্মী ও ব্যবসায়ী সোলায়মান মিয়া হত্যা মামলার প্রধান আসামী মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছসহ আসামীদের গ্রেফতারের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।

রোববার (৬ জুন) দুপুরে এ কর্মসূচী পালন করা হয়।ঘন্টাব্যাপি এই মানববন্ধনে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের অনুরোধে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যায়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের ভুলতা থেকে গোলাকান্দাইল পর্যন্ত প্রদক্ষিণ করে। একপর্যায়ে গোলাকান্দাই মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচীতে নিহত সোলায়মানের পিতা আলাউদ্দিন ও মামলার বাদী রাজীব বলেন, আলমাছ একজন পেশাদার কিলার। রূপগঞ্জের শিল্পপতি রাসেল ভূঁইয়াসহ অসংখ্য হত্যা মামলার আসামী এই আলমাছ। বিএনপি থেকে আওয়ামীলীগ বনে যাওয়া আলমাছের অত্যাচারে এলাকাবাসী সবসময় অতিষ্ঠ। ৯৬ ঘন্টা পার হয়ে গেলো আলমাসসহ তার বাহিনী এখনো গ্রেফতার হয়নি।আমরা দ্রুত আলমাছসহ অন্য আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। নতুবা আরো বড় ধরণের কর্মসূচী পালন করা হবে। এ সময় এলাকাবাসী মামলার অন্যতম আসামী ইউপি চেয়ারম্যান আলমাসসহ মামলার অন্য আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানিয়েছেন।

প্রসঙ্গত,পহেলা জুলাই দুপুরে উপজেলা গন্ধর্বপুর এলাকায় যুবলীগকর্মী সোলেইমানকে মাছের খামার থেকে ডেকে নিয়ে মাথা থেতলে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ হত্যাকান্ডের ঘটনায় সোলেইমানের ছোট ভাই রাজীব মিয়া বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ ২১ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারভূক্ত চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

(এবি/এসপি/জুন ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test