E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৬:৩৮:০১
শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

শেরপুর প্রতিনিধি : পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকায় শেরপুর জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শেরপুর ফেরিঘাট পয়েন্টে ২ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রহ্মপুত্রের পানি ৫ সেন্টিমিটার পানি কমেছে। তবে শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান ‘ডাইভারশনের’ ওপর দিয়ে এখনও দ্রুতবেগে পানি প্রবাহিত হচ্ছে।

এতে ডাইভারশনে রাস্তাটি পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সড়কে একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার ঝুঁকি ফের যান চলাচল শুরু হয়েছে। বন্যাকবলিত এলাকার কৃষকরা তাদের পাকা আউশের পাশাপাশি সদ্য রোপন করা আমন আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন। পানি নামার সাথে সাথে তারা নতুন করে রোপা আমন লাগানোর জন্য বীজতলা খোঁজ পেতে হন্যে হয়ে ওঠেছেন।

এজন্য তারা কৃষি কর্মকর্তাদের শরণাপন্ন হচ্ছেন। চরমোচারিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক সাহেব আলী বলেন, আমরা সাহায্য চাইনা। আমগরে আমুনের জালার (বীজতলা) খোঁজ কইরা দেন। সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম শিপন পানি নামার সাথে সাথে দ্রুত কৃষি পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের নিকট দাবি জানিয়েছেন।

শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, পাশ্ববর্তী জামালপুর জেলার নান্দিনা এলাকায় বীজতলার সন্ধান পাওয়া গেছে। কৃষকদেরকে সেসব বীজতলা সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া নাবি জাতের ছিটিয়ে বুনা আমনের আবাদ করতে বলা হচ্ছে। বিএডিসির মধুপুর সেন্টারেও আমন বীজ ও বীজতলার জন্য যোগাযোগ করা হচ্ছে।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test