E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে ব্যতিক্রমধর্মী উন্মুক্ত উন্নয়ন সভা

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৮:৩২:৩৫
গৌরনদীতে ব্যতিক্রমধর্মী উন্মুক্ত উন্নয়ন সভা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ডিজিটাল মডেল ইউনিয়ন গঠনে প্রতিটি ওয়ার্ডে সমভাবে উন্নয়নের আরো বেগবানের লক্ষ্যে পঞ্চ বার্ষিক পরিকল্পনা, ইউপি ট্যাক্স আদায়, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় পদক্ষেপসহ দেশের মধ্যে একমাত্র টেকসই ও গতিশীল ইউনিয়ন রূপান্তরিত করতে ব্যতিক্রমধর্মী উন্মুক্ত সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের একমাত্র ডিজিটাল ইউনিয়নখ্যাত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকাল দশটায় মাহিলাড়া ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলার শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, প্রভাষক আলমগীর হোসেন কবিরাজ, প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, সাবেক প্রধান শিক্ষক মো. ইসাহাক আলী সরদার, ইউপি সচিব মো. মাহাতাব হোসেন, সমাজ সেবক সিকদার আবুল কালাম, প্রভাষক অমল চন্দ্র রায়, ইউপি সদস্য মো. ওয়াজেদ আলী বেপারী, সুলতান ফকির, জালাল সরদার, কামাল সরদার, জাফর মৃধা, সমাজকর্মী মনিরুল ইসলাম, এলজিইডি’র কমিউনিটি অর্গানাইজার জাকির হোসেন, নিকাহ রেজিষ্ট্রার ও কাজী মাওলানা রুহুল আমীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জয় তালুকদার, এনজিও কর্মী ইয়াসমিন জাহান, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রিপন প্রমুখ।

(টিবি/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test