E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ঋণের দায়ে ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যা  

২০২১ জুন ১১ ২৩:৫১:৩৮
মাগুরায় ঋণের দায়ে ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যা  

মাগুরা প্রতিনিধি : সংসারে অভাব অনাটন ও দেনার দায়ে মাগুরায় নিজ দোকানে গলায় দড়ি বেঁধে এক ঔষধ ব্যবসায়ী আত্মহত্যা করেছে । শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল বাজারে । নিহত বিপ্লব রায় (৪৩) শ্রীপুরের নাকোল গ্রামের বিনয় কুমার রায়ের ছেলে ।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে , বিপ্লব পেশায় একজন ঔষধ ব্যবসায়ী । সে দীর্ঘদিন নাকোল বাজারে ঔষধ ব্যবসা করে আসছিলেন। ব্যবসাা পরিচালনার জন্য তিনি অনেকের কাছে ঋণ করেছেন । তাদের অনেকেই তা পরিশোধের জন্য চাপ দিত। পাশাপশি ছিল তার পরিবারের নানা অভাব অনটন। এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে ।

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় জানান, বিপ্লব রায় তার নিজ দোকানে রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলে ছিল । দোকানের সাটার অনেকক্ষণ বন্ধ থাকায় স্থানীয় লোকজন সাটার খুলে ভিতরে প্রবেশ করে দেখে বিপ্লব রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে । এ সময় তারা পুলিশকে খরব দেয় । পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারসহ কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

(এম/এসপি/জুন ১১, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test