E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৯:০৭:০০
আমতলীতে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পে বরাদ্ধের টাকা কাজ না করে আত্মসাৎ করার অভিযোগে এনে পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে একই ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান সেলিম বাদী হয়ে মঙ্গলবার আদালতে মামলা করেন। বরগুনার সিনিয়র স্পেশাল জজ মো. নজরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রেখেছেন।

বাদী মামলায় উল্লেখ করেন ২০১১ সালের পহেলা জুলাই থেকে চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত মোট ৩১টি প্রকল্পের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অধিক সংখ্যক ইউপি সদস্য প্রতিবাদ করলেও চেয়ারম্যান দুর্নীতি থেকে বিরত হয়নি। বাদীর সাথে ওই ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরাও অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তবে চেয়ারম্যান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার জানান, দুর্নীতি দমন আইনের মামলা বিধায় বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ মামলাটি আমলে নিয়েছেন। আদেশ পরে দিবেন।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test