E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালুদস্যু আর বনদস্যুদের থাবায় নিশ্চিহ্নের পথে বিহঙ্গ দ্বীপ!

২০২১ জুন ১৩ ১৬:০৯:১১
বালুদস্যু আর বনদস্যুদের থাবায় নিশ্চিহ্নের পথে বিহঙ্গ দ্বীপ!

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটার বিহঙ্গ দ্বীপ থেকে বালু দস্যুরা বালু তুলে নেওয়ায় বিহঙ্গ দ্বীপ এর নাম ফলক লুটিয়ে পড়ে আছে মাটিতে। ওই দ্বীপের নানা প্রজাতির গাছ প্রতিদিন কেটে নিচ্ছে বনদস্যুরা। যারফলে বিলীন হয়ে যাচ্ছে বন আর বালু সরে গিয়ে ক্রমশ বিলীন হওয়ার পথে বিহঙ্গ দ্বীপ।

আজ শনিবার দুপুরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানাকে ঘটনা জানানো হলে তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

চারিধারে জলরাশি। ঠিক মাঝেই তার জেগেওঠা চরে গড়ে উঠেছে প্রকৃতির অপার মহিমায় নবসৃষ্ট একটি দ্বীপ।
সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং বরগুনা সহ দক্ষিণ উপকূলের সম্ভাবনাময় পর্যটন শিল্প নিয়ে অহর্নিশি কাজ করা এবং ছুটে চলা আরিফুর রহমান ।

মি:আরিফুর রহমান আরিফ বিহঙ্গ দ্বীপের নৈরাজ্যের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার পরে টনক নড়েছে স্থানীয় বাসিন্দাদের। বইছে প্রতিবাদের ঝড়।

পাথরঘাটার সম্ভাবনাময় এই বিহঙ্গ দ্বীপটিকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলতে এবং ওই ধ্বংসযজ্ঞের ঘটনার পিছনে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ও বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক এর কাছে ইতিমধ্যেই নানাভাবে অনুরোধ করা হয়েছে।

ধ্বংসকারীদের বিরুদ্ধে এখনই আইনি ব্যবস্থা নেয়া না হলে বরগুনার পাথরঘাটার পদ্মা ও রূহিতা গ্রাম সংলগ্ন বলেশ্বর নদের মাঝে গড়ে ওঠা বিহঙ্গ দ্বীপ অস্তিত্ব সঙ্কটে পড়বে বলে এই দ্বীপের উদ্যোক্তাদের পক্ষে পাথরঘাটার জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্ব মির্জা শহিদুল ইসলাম খালেদ আশঙ্কা প্রকাশ করেছেন।

(এটি/এসপি/জুন ১৩, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test