E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন 

২০২১ জুন ১৪ ১৭:২৪:৫৭
বকশীগঞ্জে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন 

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে রেললাইন স্থাপন ও রেল যোগাযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিয়ারপুর রেলস্টেশন থেকে শেরপুর-বকশীগঞ্জ হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী পর্যন্ত এই রেললাইন স্থাপনের দাবি জানানো হয়।

সোমবার (১৪ জুন) দুপুরে বকশীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বকশীগঞ্জ-জামালপুর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি’র দৃষ্টি আকর্ষণ করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ গ্রহণ নেন।

এতে বক্তব্য রাখেন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উল হক তুহিন, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, ব্যবসায়ী আবদুস সাত্তার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম তারা, বকশীগঞ্জ সচেতন নাগরিক ঐক্যের সভাপতি মনিরুজ্জামান মনির, নসিনিয়র সাংবাদিক সলিমুল্লাহ সেলিম, মতিন রহমান প্রমুখ।

(আরআর/এসপি/জুন ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test