E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় নিহত আজিজুরের মাথা ও পা উদ্ধার

২০২১ জুন ১৫ ১৫:১৮:০৩
মাগুরায় নিহত আজিজুরের মাথা ও পা উদ্ধার

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে কালুকান্দি গ্রামে নৃশংস হত্যাকান্ডের শিকার আজিজুর রহমানের (৩০) বিছিন্ন মাথা ও একটি পা আজ ১৪ জুন সোমবার বিকালে মাগুরা সদরের জগদল এলাকা থেকে উদ্ধার হয়েছে।

র‌্যাব খুলনার অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজের নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি দল সোমবার বিকালে ওই এলাকার একটি কালভার্টের ভিতর থেকে এ গুলো উদ্ধার করে। রওশনুল ফিরোজ জানান, হত্যাকান্ডের মুল আসামী আশরাফ হোসেনকে সোমবার সকালে গ্রেপ্তার করা হয়। সে এ বিষয়ে স্বীকারোক্তি দিলে সে মোতাবেক জগদলের ওই এলাকা থেকে নিহত আজিজুরের মাথা ও পা উদ্ধার করা হয়।

আজিজুর রহমান (৩০) মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। ছোটবেলায় তার বাবা মা মারার যাওয়ার পর থেকেই বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামে তার নানা আবুল কাশেমের বাড়িতে থেকে বড় হয়েছে। সে ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গত ৫ জুন আজিজুর সকালে বাসা থেকে যশোরের উদ্যেশে রওনা হয়ে নিখোঁজ হয়। পরে ৬ জুন সকালে কালুকান্দি গ্রামের মতিয়ার মোল্যার পুকুরে স্থানীয় লোকজন রক্তাক্ত একটি বস্তা দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাটি উদ্ধার করলে তার ভিতর মাথা ও একটি পা বিহীন লাশ পাওয়া যায়। পরে লাশের পরিহিত পোষাক দেখে এটি আজিজুর রহমানের মরদেহ বলে দাবি করে তার ছোট ভাই হাবিবুর রহমান। ওই দিন হাবিবুর রহমান মহম্মদপুর থানায় বাদী হয়ে হত্যা ও আলামত গোপনের অভিযোগ একটি মামলা দায়ের করে। পরে আসামী গ্রেপ্তারসহ বিচ্ছিন্ন মাথা ও পায়ের সন্ধানে নামে যশোর র‌্যাব। পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা থেকে আজ সোমবার দুপুরে আজিজুরের খুনী আশরাফকে গ্রেপ্তার করে। এ সময় সে র‌্যাবের কাছে হত্যার দায় স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী জগদলের ওই এলাকা থেকে নিহত আজিজুরের দেহের খন্ডিত মাথা ও একটি পা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা রওশনুল ফিরোজ এ বিষয়ে আরো জানান, আশরাফ সদর উপজেলার মালিকগ্রামের আহম্মদ আলী বিশ্বাসের ছেলে। মাগুরা শহরের বেলতলায় তার হোমিও প্যাথির ব্যবসা আছে। পাশাপাশি সে মাল্টি লেভেল মার্কেটিং-এমএলএম ব্যবসা করে। এই ব্যবসার সূত্রেই আজিজুরের সাথে তার সম্পর্ক। আশরাফ আজিজুরের কাছে ব্যবসায়ীক ৩ হাজার টাকা পেত। কিন্তু আজিজুর সেটি ৫ শত টাকা বলে দাবী করে আসছিল। এই বিরোধের জের ধরেই ৫ জুন আশরাফ আজিজুরকে নিজ হোমিও দোকানে ডেকে এনে হত্যা করে। পরে দেহ থেকে মাথা ও পা খন্ডিত করে জগদলের ওই কালভার্টে ফেলে। দেহের বাকি অংশ বস্তাবন্দি করে আজিজুরের মামা বাড়ি মাগুরার মহম্মদপুরের কালুকান্দি একটি পুকুরে ফেলে আত্মগোপন করে।

(এম/এসপি/জুন ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test