E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লকডাউনে চলাচল অনেকটা স্বাভাবিক

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, আক্রান্তের হার ৫৩.১৯ শতাংশ

২০২১ জুন ১৬ ১৫:২৭:৪১
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, আক্রান্তের হার ৫৩.১৯ শতাংশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে তিনজন ও বুশরা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৬ জন। উপসর্গ নিয়ে  মারা গেছেন ২৫১জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ১০০ জন করোনা শনাক্ত হয়েছেন। যার আনুপাতিক হার প্রায় ৫৩ দশমমিক ১৯ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৫১১ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ছয়টি ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২৪৩ জন। এ ছাড়া প্রাতিষ্ঠাণিক কোয়ারেন্টাইনে আছেন ৫৪৩ জন রোগী।

এদিকে, জেলা প্রশাসনের ঘোষিত দ্বিতীয় দফা ঘোষিত লকডাউনের ৫ম দিনে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটা স্বাভাবিক। মানুষ যেন কিছুতেই মানতে চাচ্ছেন না স্বাস্থ্যবিধি। হাটবাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। তবে, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ১২৪ জন ও আক্রান্ত হয়ে আরো ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ ফয়সল আহমেদ জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জন ও উপসর্গ নিয়ে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা চিকিৎসার জন্য দেড়’শ বেড রয়েছে। খুব দ্রুত আরো ১০০ টি বাড়ানো হবে। এছাড়া সদর হাসপাতালে নতুন করে আর কোন করোনা রোগী ভর্তি করা হবেনা। যারা বর্তমানে ভর্তি রয়েছে তাদের চিকিৎসা সেবা শেষ হলে ছেড়ে দেয়া হবে। তিনি এ সময় জেলা বাসীর কাছে সরকারে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

(আরআর/এসপি/জুন ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test