E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে জাবির দুই ছাত্রসহ ৪ মাদকসেবী আটক

২০১৪ এপ্রিল ২২ ১৫:০১:৪৭
বাগেরহাটে জাবির দুই ছাত্রসহ ৪ মাদকসেবী আটক

বাগেরহাট প্রতিনিধি : মাদক সেবনকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ চারজনকে আটক করেছে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের স্টাফ কোয়ার্টারের একটি পরিত্যাক্ত ভবন থেকে সোমবার রাতে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪টি ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, একটি গ্যাস লাইট, দুইটি মোম, ১টাকার কয়েন দুইটি ও নগদ ১হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, উপজেলা সদরের রায়েন্দা পাঁচরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা ও কৃষি ব্যাংক মোরেলগঞ্জ শাখার পরিদর্শক ইব্রাহীম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র সপ্তম সেমিষ্টারের ছাত্র মাহমুদ হাসান শাওন (২১) ও একই বিশ্ববিদ্যালয়ের একই বিষয় ও বর্ষের ছাত্র পাঁচরাস্তা সিনেমা হল এলাকার চাল ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে মেহেদী হাসান সাব্বির (২০), উত্তর কদমতলা এলাকার ইসমাইল তালুকদারের ছেলে মোতালেব হোসেন বাপ্পারাজ (২৪) এবং একই এলাকার বাবুল হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২০)। মঙ্গলবার সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা থানার উপ-পরিদর্শক এসআই গাজী ইকবাল জানান, গোপন সংবাদ পেয়ে হাসপাতালে অভিযান চালিয়ে পরিত্যাক্ত একটি ভবন থেকে মাদক সেবনকালে ওই চারজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
(একে/এএস/এপ্রিল ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test