E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসি আবুল বাশারের মতবিনিময়

২০২১ জুন ১৭ ১৬:১৩:২৩
পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসি আবুল বাশারের মতবিনিময়

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মিলিত হন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার।

বৃহস্পতিবার বেলা ১১ টায় পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সহেল, বাংলাদেশ প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন, ভোরের কাগজের পাথরঘাটা প্রতিনিধি অমল তালুকদার, মানবজমিনের পাথরঘাটা প্রতিনিধি জাকির হোসেন খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাফর ইকবাল সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

ৎওসি আবুল বাশার মতবিনিময় সভায় বক্তৃতাকালে বলেন, আপনারা থানায় আসবেন ।সাধারণ মানুষ যাতে নির্যাতিত না হয় সে বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। পাথরঘাটা থেকে মাদক নির্মূল করা হবে। হরিণ পাচারকারী সম্পর্কে তিনি বলেন যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের মূল উৎপাটন করা হবে। পাথরঘাটায় জমিজমাসংক্রান্ত অনেক ঘটনা আছে সাধ্যমত আমরা তাদের কে সেবা দিয়ে যাব। আমি আইনের উর্ধে নই। অন্যায় করলে আমার বৃদ্ধ আপনারা লিখবেন। তবে সবসময় যোগাযোগ রাখবেন। মান অভিমান হতে পারে। আপনারা অভিমান করে ঘরে বসে থাকবেন না। আমাকে জানাবেন। আমি চাইনা পাথরঘাটা থাকাকালীন আপনাদের সাথে আমার ভুল-বোঝাবুঝি হোক। সাংবাদিক পুলিশ আমরা একসঙ্গে ছিলাম আছি থাকব। দেশের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে চাই।

এসময় অন্যান্যের মধ্যে ‌উপস্থিত ছিলেন পাথরঘাটা থানায় নবাগত ওসি তদন্ত সঞ্জয় মজুমদার ও সাব-ইন্সপেক্টর (উপ-পরিদর্শক) রাজেত আলি ।

অনুষ্ঠানের সভাপতি চৌধুরী মো. ফারুক সভাপতির বক্তৃতায় ওসি আবুল বাশারকে তার কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানান।

(এটি/এসপি/জুন ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test