E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ৮৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা

২০২১ জুন ১৭ ১৬:৪৩:১৪
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল ও ক্লিনিক সমুহ বিভাগের পরিচালক ফরিদ হোসেন মোল্লা স্বাক্ষরিত একক চিঠিতে বিষয়টি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ কুদরত ই খুদাকে অবহিত করা হয়।

অপরািদকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৪জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৮ জন করোনা শনাক্ত হয়েছেন। যার আনুপাতিক হার প্রায় ৪৭ দশমমিক ৩১ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৬১১ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ২০জন, সদর হাসপাত,লে পাঁচজন ও বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ১৩ জন। করোানা আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতাল, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে করোনা অঅক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট চিকিৎসা নিচ্ছেন ৮২২ জন রোগী।

এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসন ঘোষিত দ্বিতীয় দফার লকডাউন বৃহষ্পতিবার রাত ১২টায় শেষ হচ্ছে। আজ সকাল থেকে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে পুলিশের দেওয়া বাঁশের ব্যারিকেট সরিয়ে চলাচল করছে মানুষ। মানুষ যেন কিছুতেই মানতে চাচ্ছেন না স্বাস্থ্যবিধি। এ ছাড়া দীর্ঘ ১৬ দিসেনর টানা লকডাউনের ডিউটি করতে করতে পুলিশ কিছুটা হাফিয়ে উঠেছে। হাটবাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। তবে, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ কুদরত ই খুদা লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি ও মেডিকেল কলেজকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/জুন ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test