E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাদারীপুরে গ্রাম পুলিশকে পিটিয়ে হত্যা

২০২১ জুন ১৭ ১৮:২৯:০৯
মাদারীপুরে গ্রাম পুলিশকে পিটিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বাবনাতলা গ্রামে পাওনা টাকা না দেওয়ায় বুধবার রাত ৮ টার দিকে মো. আজিজুল হক (৪০) নামের এক গ্রাম পুলিশকে (চৌকিদার) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত মো. আজিজুল হক মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের আবদুর লতিফ চৌকিদারের ছেলে এবং সে ওই ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কাজ করতেন।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের গিয়াসউদ্দিন সিকদারের কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা ধার নেয় আজিজুল হক। সম্প্রতি আজিজুল হক ধারের ৮০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৮০ হাজার টাকার জন্য গিয়াসউদ্দিন বেশ কয়েকদিন ধরে আজিজুলকে নানা ভাবে চাপ দিতে শুরু করে। কিন্তু আজিজুল পাওয়া টাকা না দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত হন গিয়াসউদ্দিন।

এরই জের ধরে বুধবার রাতে চরগোবিন্দপুর থেকে আজিজুল হক তার বোনের বাড়ি বাবনাতলা যাওয়ার পথে গিয়াসউদ্দিন ও তার ছেলে শান্তসহ ৬/৭ জন মিলে আজিজুলকে বেদম মারধর শুরু করে। আজিজুলের চিকিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় আজিজুলকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকেই গিয়াসউদ্দিন ও তার ছেলে পলাতক রয়েছে।

নিহত আজিজুলের ভগ্নিপতি মো. ওয়াহেদুল ইসলাম বলেন, পাওয়া টাকা দিতে দেরি হওয়ায় গিয়াস ও তার লোকজন ভাইজানকে পিটিয়ে মেরে ফেলেছে। যারা আমার ভাইজানকে খুন করেছে তাদের বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, গ্রাম পুলিশের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

(এ/এসপি/জুন ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test