E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরশুরামে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধসহ আটক ১

২০২১ জুন ১৭ ১৮:৪১:২৬
পরশুরামে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধসহ আটক ১

ফেনী প্রতিনিধি : ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর এলাকা থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ মোঃ জসিম উদ্দিন সবুজ (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, এই ব্যাপারে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে আটককৃত মোঃ জসিম উদ্দিন সবুজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত সবুজ নোয়াখালী জেলার চটখিল থানার ধর্মপুর গ্রামের আবদুল মান্নান এর ছেলে।

পরশুরাম থানার পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরশুরাম মডেল থানার ওসি মোঃ খালেদ হোসেন এর নেতৃত্বে এএসআই আব্দুল মতিন, এসআই সেলিম, এসআই মোস্তাফিজুর রহমান সহ বিশেষ অভিযান পরিচালনা করে পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আনার সময় ৯ ধরনের ভারতীয় ঔষধসহ ১জনকে আটক করে। জব্দকৃত ভারতীয় ঔষধের বাজার মূল্য ৫ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

পরশুরাম থানার ওসি মোঃ খালেদ হোসেন জানান, মঙ্গলবার (১৫ জুন) গভীর রাতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় ঔষধ আটক করা হয়েছে। এসময় চোরাকারবারী মোঃ জসিম উদ্দিন সবুজকে আটক করে তার বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

পরশুরামের সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য চোরাচালানের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান পরশুরাম থানার ওসি মোঃ খালেদ হোসেন।

(এনকে/এসপি/জুন ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test