E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় শটগানসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আটক

২০২১ জুন ১৮ ১৫:৫৮:০৭
পাথরঘাটায় শটগানসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সমার্থক আজিম হোসেন (৪৫) নামের ১ ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। আটক আজিম কাকচিড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকচিড়ার একটি নির্বাচনী সভা সংলগ্ন এলাকা থেকে আজিমকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কাকচিড়া ইউনিয়নের নৌকা মার্কার সমর্থনে আয়োজিত জনসভাস্থলের আশেপাশে ওইব্যক্তি অস্ত্রসহ অবস্থানকালে ১টি শটগান ও ৫ রাউন্ড গুলি সহ আটক করে তাকে। নৌকা মার্কার প্রার্থী আলাউদ্দিন পল্টুর জনসভায় সহিংসতা ঘটাতে পারে এমন সন্দেহে তাকে আটক করে থানায় নিয়ে আসে বলে পুলিশ জানায় । এসময় পুলিশের হাতে আটক আজিম হোসেন জব্দকৃত অস্ত্রটি তার নিজের বলে দাবি করেন।

বরগুনার পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনের সময় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু আটককৃত ব্যক্তি নিজের লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্বাচনী সভাস্থল এর আশেপাশে ঘোরাঘুরি করেছেন; সেকারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার শুক্রবার সকালে মুঠোফোনে জানান, আটক আজিম হোসেনকে নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেছেন।

(এটি/এসপি/জুন ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test