E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে সরকারি ঘর পাচ্ছেন আরো ২২৯৬টি গৃহহীন পরিবার

২০২১ জুন ১৮ ১৬:৩৮:৪৪
ঠাকুরগাঁওয়ে সরকারি ঘর পাচ্ছেন আরো ২২৯৬টি গৃহহীন পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি : দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ে সরকারি ঘর পাচ্ছেন ২ হাজার ২শ ৯৬টি গৃহহীন পরিবার। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১৮শ ৫টি ঘরের উদ্বোধন করবেন।

শুক্রবার (১৮ জুন) জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের তথ্য মতে, দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলায় বরাদ্ধপ্রাপ্ত গৃহের সংখ্যা ২ হাজার ২শ ৯৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৩০০টি, পীরগঞ্জ উপজেলায় ৫০০টি, রানীশংকৈল উপজেলায় ২৯৬টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮০০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি।

আগামী ২০ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় ১৮শ ৫টি ঘরের উদ্বোধন করবেন। এর মধ্যে ঘর নির্মান শেষ হওয়ায় সদর উপজেলায় ১০০টি, পীরগঞ্জ উপজেলায় ৪৮০টি, রানীশংকৈল উপজেলায় ২৭৫টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫০০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি ঘর উদ্বোধন করবেন।

এর আগে প্রথম পর্যায়ে জেলায় ২ হাজার ০৩টি ঘরের কাগজপত্র ও ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, সহকারি ভূমি কমিশনার (সদর) কামরুল হাসান সোহাগ প্রমূখ। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

(আই/এসপি/জুন ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test