E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় দ্বিতীয় পর্যায়ে নতুন বাড়ি পাচ্ছে ৮ শতাধিক গৃহহীন পরিবার

২০২১ জুন ১৮ ১৭:৫৫:৫৮
বগুড়ায় দ্বিতীয় পর্যায়ে নতুন বাড়ি পাচ্ছে ৮ শতাধিক গৃহহীন পরিবার

বগুড়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন বাড়ি পাচ্ছে বগুড়ার ৮ শতাধিক গৃহহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনরা এসব বাড়ি পাবেন। বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক নিজ কার্যালয়ে শুক্রবার (১৮ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। 

জেলা প্রশাসক জিয়াউল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আগামী রবিবার (২০ জুন) আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ‘ক’ শ্রেণির ৫২, ৯৪৫টি গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে প্রত্যেক উপকারভোগীর জমিসহ গৃহ, কবুলিয়ত দলিল, নামজারি ও গৃহ সনদ হস্তান্তর করা হবে। এজন্য সার্বিক প্রস্তুতি সুসম্পন্ন করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ী বগুড়ার ১২টি উপজেলার ৮৫৭টি পরিবারের জন্য ঘর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে আদমদীঘিতে ২৫টি, সদরে ২২৩টি, ধুনটে ১২০টি, দুপচাঁচিয়ায় ১৫০টি, গাবতলীতে ২৫টি, কাহালুতে ৩০টি, নন্দীগ্রামে ৮০টি, সারিয়াকান্দিতে ৫১টি, শাজাহানপুরে ১৩টি, শেরপুরে ১৭টি, শিবগঞ্জে ৭৩টি এবং সোনাতলায় ৫০টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ১, ৯০,০০০ টাকা। বগুড়ায় প্রথম পর্যায়ে ১,৪৫২টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

(আর/এসপি/জুন ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test