E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীতে হস্তান্তরের অপেক্ষায় ভূমিসহ ৮৪ পাকা ঘর

২০২১ জুন ১৮ ১৮:১৭:৪৪
ফেনীতে হস্তান্তরের অপেক্ষায় ভূমিসহ ৮৪ পাকা ঘর

নূরুল আমিন খোকন, ফেনী : জাতির পিতার জন্মশতবর্ষে দ্বিতীয় ধাপে ফেনীতে আরও ৮৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার গৃহসহ ভূমি পাচ্ছেন, আগামী রবিবার (২০ জুন) সকালে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় ফেনীতেও ঘরগুলোর উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে এসব তথ্য জানান ফেনীর বিদায়ী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।

বিদায়ী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, ফেনীতে ভূমিসহ ঘরপ্রাপ্ত সুবিধাভোগীদের মধ্যে সদর উপজেলায় ৬১টি, সোনাগাজী উপজেলায় ১৩টি এবং ফুলগাজী উপজেলায় ১০টি পরিবার ঘর পাবেন।

তিনি জানান, ইতিমধ্যে এসব পরিবারের জন্য গৃহ নির্মাণ করে কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর ও ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে দুইটি কক্ষ, একটি বারান্দা, একটি শৌচাগার ও একটি রান্নার কক্ষ রয়েছে। এছাড়াও ঘরে বসবাসকারীদের জন্য খাবারের সুপেয় পানিসহ নানা নাগরিক সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক আরো জানান, ফেনীতে মুজিব জন্মশতবার্ষিকীতে 'ক' শ্রেনীর ১ হাজার ৯৬২ পরিবারকে ভূমিসহ ঘর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ২২৬ পরিবার, সোনাগাজীতে ১ হাজার ৩১৫ পরিবার, দাগনভূঞায় ১৭৭ পরিবার, ছাগলনাইয়ায় ১১২ পরিবার, পরশুরামে ৩৮ এবং ফুলগাজীতে ৯৪টি পরিবার এ সুবিধা ভোগ করতে পারবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী

(এনকে/এসপি/জুন ১৮, ২০২১)

ফেনীতে হস্তান্তরের অপেক্ষায় ভূমিসহ ৮৪ পাকা ঘর

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test