E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটের ৮০ পরিবার পাবে ৮০টি ঘর

২০২১ জুন ১৮ ২৩:০৫:০৭
রাজারহাটের ৮০ পরিবার পাবে ৮০টি ঘর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ জুন) বিকেল সাড়ে চারটায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, মুজিববর্ষের অঙ্গিকার অনুযায়ী ভূমিহীনদের গৃহনির্মাণ ও ২ শতক জমি বরাদ্দ দেয়া লক্ষে ২য় পর্যায়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে ৬২টি ঘর, ঘড়িয়ালডাঙ্গায় ১৫টি ঘর, নাজিমখান ২টি ঘর ও বিদ্যানন্দে ১টি ঘরসহ মোট ৮০টিঘর ৮০জন গৃহহীন পরিবার মাঝে বরাদ্দ দেয়া হয়েছে। আগামী রোববার (২০জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

এসময় সুবিধাভোগীদের মাঝে দলিল, নামখারিজ, খতিয়ান, ডিসিআর, কবুলিয়ত নামা, সার্টফিকেটে ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকলিমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

(পিএস/এসপি/জুন ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test