E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় দৈনিক পত্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হত্যার বিচার দাবি 

২০২১ জুন ১৯ ১৭:৫২:১৫
সাতক্ষীরায় দৈনিক পত্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হত্যার বিচার দাবি 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সম আলাউদ্দিনের ২৫ তম মৃত্যুবার্ষিকীতে এক স্মরণসভায় বক্তারা হত্যার বিচার দাবি করেছেন। তারা বলেন, ১৯৯৬ এর ১৯ জুন রাতে আততায়ীর গুলিতে নির্মমভাবে নিহত হন সাবেক গনপরিষদ সদস্য সম আলাউদ্দিন। দীর্ঘ ২৫ বছর পার হলেও তার বিচার প্রক্রিয়া আজও শেষ হয়নি। এই বিচার প্রক্রিয়া ন্যায়বিচারের মাধ্যমে সম্পন্ন করার আহবান জানিয়ে বক্তারা আরও বলেন, সাতক্ষীরার মানুষ এ হত্যার বিরুদ্ধে নতুন করে প্রতিবাদ সংগ্রামে নামবে। 

শনিবার সাতক্ষীরা সাংবাদিক ঐক্য অফিসে আয়োজন করা হয় এই স্মরনসভার। এর আগে তালার মিঠাবাড়িতে সম আলাউদ্দিনের মাজারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ, সম্মিলিত সাংবাদিক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ ও আলাউদ্দিন হত্যার বিচার বাস্তবায়নের নেতাকর্মীরা।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি ও দৈনিক যুগান্তরের সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক ও সদস্যসচিব আবুল কাশেম ও আমিনা বিলকিস ময়না, দেশটিভির শরীফুল্লাহ কায়সার সুমন, ডিবিসি টিভির এম জিল্লুর রহমান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, দৈনিক প্রবাহর খায়রুল বদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা সম আলাউদ্দিনকে একজন প্রতিবাদী কণ্ঠস্বর উল্লেখ করে বলেন, তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ তিনি তার রাজনৈতিক জীবনে সকল দল মতের মানুষের সমান শ্রদ্ধা লাভ করেছেন। তার কর্মকান্ডকে সামনে রেখে স্মৃতিচারন করলে সম আলাউদ্দিন দক্ষিন জনপদের মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।

এদিকে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শনিবার সকাল ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দিনের মাজারে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, আসাদুজ্জামান, সেলিম রেজা মুকুল প্রমুখ।

(আরকে/এসপি/জুন ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test