E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ঘুষ দাবি করায় তিন বিজিবি সদস্যকে চাকুরিচ্যুত

২০১৪ সেপ্টেম্বর ০৩ ১৮:১৭:২৬
কুষ্টিয়ায় ঘুষ দাবি করায় তিন বিজিবি সদস্যকে চাকুরিচ্যুত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ দাবি করায় ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তিন সদস্যকে চাকুরিচ্যুত করা হয়েছে। চাকুরীচ্যুত বিজিবির ৩ সদস্য হলেন সিপাহী রাজ কুমার সরকার, সিপাহী খন্দকার আল আমিন ও সিপাহী সহকারী জোবায়ের হোসেন।

বিজিবি সূত্রে জানা যায় ৮৫ তম ব্যাচের নির্বাচিত প্রার্থী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের নাইমুর রহমানকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ৪ লক্ষ টাকা উৎকোচ দাবি করেন।

বিষয়টি কর্তৃপক্ষের জানতে পারলে তাদেরকে চাকুরীচ্যুত করা হয় বলে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

(কেকে/এএস/সেপ্টম্বর ০৩, ২০১৪)


পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test