E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

২০১৪ সেপ্টেম্বর ০৩ ১৯:৩২:৩৫
শেরপুরে পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শেরপুর প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে বুধবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে। শুধু তাই নয়, মিছিলকারীরা এসময় পুলিশের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ বলে নানা শ্লোগানও দেয়। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি পরে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে মিটমাট করা হয় বলে জানা যায়।

জেলা ছাত্রলীগের একটি সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সম্রাট মঙ্গলবার রাতে ট্রেন যোগে ঢাকা থেকে জামালপুর আসেন। জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে শেরপুর নিয়ে আসার জন্য জামালপুর স্টেশনে যান। কয়েকটি মোটর সাইকেলে করে ছাত্রলীগ নেতাকর্মীরা শেরপুর শহরে আসার পথে শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান নামক স্থানে পুলিশের একটি টহল দল তাদেরকে গতিরোধ করে। পরে নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের দেহ তল্লশি করেন।

এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্রাটের সাথে কর্তব্যরত উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। ঘটনাটি বুধবার সকালে জেলা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীদের কানে গেলে তারা বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং দুপুর সাড়ে ১২ টার দিকে শহরে পুলিশের বিরুদ্ধ নানা শ্লোগান দিয়ে মিছিল বের করে। এরপর তারা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ নিয়ে যায়। পরবর্তিতে বিষয়টি জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে জানাজানি হলে পুলিশ ও জেলা ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে বৈঠক বসে বিষয়টি দ্রুত মিমাংসা করা হয়। কয়েকজন ছাত্রলীগ নেতা ঘটনার সত্যতা স্বীকার করলেও কেউই নিজেদের নামপ্রকাশ করতে রাজী হননি।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সম্রাটের মোবাইল ফোনে বারবার রিং করলেও সংযোগ পাওয়া যায়নি। তবে একজন সাংবাদিক দেখা করে তার বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের নিকট কোন বক্তব্য দিতে রাজি হননি। সদর থানার ওর্সি (তদন্ত) মাহফুজুর রহমান জানান, আমার পুলিশ সদস্য এবং জেলা ছাত্রলীগের নেতার সাথে ভুল বুঝাবুঝি’র কারণে মঙ্গলবার রাতে শেরপুর-জামালপুর সড়কে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। বিষয়টি মিমাংসা হয়েছে।

(এইচবি/এটিআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test