E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কঠোর নয় প্রশাসন

জামালপুরে করোনা নিয়ন্ত্রণের বাইরে!

২০২১ জুন ২২ ১৮:১৫:৩০
জামালপুরে করোনা নিয়ন্ত্রণের বাইরে!

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জারি করা গণবিজ্ঞপ্তিতে কঠোর বিধিনিষেধ থাকলেও তা কার্যকরে প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি। সুধীনজরা বলছেন, এটা কার্যকরী কোনো বিধিনিষেধ নয়, আইওয়াশ মাত্র। করোনা নিয়ন্ত্রণে প্রশাসনের যেন কোনো দায় নেই, এমন ভাব নিয়ে আছেন তারা। ফলে জেলার সর্বত্র ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই করোনা সংক্রমণ।

৩০ জুন পর্যন্ত জারি করা বিধিনিষেধের আজ ৯ দিন চললেও সবকিছু চলছে আগের মতোই। রাস্তাঘাট, মার্কেট, হাটবাজারসহ সবখানেই এই বিধিনিষেধের কোনো প্রভাব নেই। কেউই মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। প্রশাসনের নির্লিপ্ততা, লোকজনের বেপরোয়া চলাফেরা ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত কাজকর্ম এই সংক্রমণকে বাড়িয়ে তুলছে বলেও অভিমত দিয়েছেন সুধীজনরা।

জেলা প্রশাসন থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন অনেকেই। জনসচেতনতায় নিয়মিত মাইকিং করাও হচ্ছেনা। সকালে ও রাতে প্রকাশ্যেই চলছে বিভিন্ন কোচিং, প্রাইভেট টিচিং ও বেসরকারি স্কুল। এসব দেখেও না দেখার ভান করছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। খোদ সরকারি অফিসগুলোতেই লোকজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অধিকাংশ সেবা গ্রহীতার মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্বের বালাই। এছাড়া লোকজনের অপ্রয়োজনীয় চলাফেরা নিয়ন্ত্রণে শহরের কোনো মোড়েই পুলিশের চেকপোস্ট চোখে পড়েনি।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, জেলায় করোনা আক্রান্ত হয়ে গত আট দিনে ৭ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনই জামালপুর পৌরসভার বাসিন্দা ও বাকি ৩ জনের বাড়ি মেলান্দহ উপজেলায়।

১৫ জুন শহরের গেইটপাড় এলাকার ৮০ বছরের এক বৃদ্ধ, ১৬ জুন মেলান্দহ উপজেলায় ৪১ ও ৪৫ বছরের দুই যুবক, ২০ জুন শহরের পাথালিয়ায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য, পিডিবির এক কর্মকর্তা ও কাচারিপাড়ায় এক আয়কর আইনজীবী এবং ২২ জুন মেলান্দহ উপজেলায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এছাড়া, সারা জেলায় ১৫ জুন ২৩ জন, ১৬ জুন ১৪ জন, ১৭ জুন ৪২ জন, ১৮ জুন ২১ জন, ১৯ জুন ২৪ জন, ২০ জুন ১৫ জন, ২১ জুন ১৪ জন ও ২২ জুন ৩৫ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জামালপুর পৌর এলাকায় সর্বাধিক লোকজনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বলেন, প্রশাসনের নজরদারির খুবই অভাব। গতবার প্রশাসনের যে তৎপরতা লক্ষ্য করা গেছে, এবার তার ছিটেফোঁটাও নেই। সবকিছু চলছে স্বাভাবিক পরিবেশের মতো। প্রশাসন কঠোর না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, পৌর শহরে সব সিট পুরো করেই চলছে অটোরিকশা। সকালে প্রকাশ্যেই চলছে বিভিন্ন কোচিং ও প্রাইভেট টিচিং। গোপনে চলছে কিছু বেসরকারি স্কুলও। করোনা মহামারী উপেক্ষা করে লোকজন এসব করার সাহস পেয়েছে প্রশাসনের কঠোরতা না থাকার কারণেই। সবকিছুই যদি স্বাভাবিকভাবেই চলে তাহলে প্রশাসনের জারিকৃত গণবিজ্ঞপ্তির বিধিনিষেধ একটা আইওয়াশ মাত্র। এছাড়া খোদ জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে সদর সাবরেজিস্ট্রি অফিসে লোকে লোকারণ্য। ৯৫ ভাগ মানুষের মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধির বালাই নেই। জেলা রেজিস্টার সাহেব করছেন টা কী? বাতির নীচেই অন্ধকার।

জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বলেন, জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে যে শর্ত আরোপ করা হয়েছে, সেগুলোর একটিও মানা হচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেই বলেই পৌর এলাকায় করোনা ছড়িয়ে পড়ছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী বলেন, নিজেদের জীবন রক্ষায় জনগণকে আরও সচেতন ও সতর্ক হতে হবে। সেই সঙ্গে প্রশাসনকেও তার সঠিক ভূমিকা পালন করতে হবে। নইলে করোনা সংক্রমণ কমানো যাবে না।

সিভিল সার্জন ডা. প্রণয়কান্তি দাস বলেন, করোনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলার মিটিং করা হয়েছে। জেলা প্রশাসন থেকে গেজেট জারি করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে প্রত্যেক ওয়ার্ডে গঠন করা হয়েছে কমিটি। কমিটির লোকজন লকডাউনের আওতায় আসা বাড়ির লোকজনদের ওপর নজর রাখবেন এবং প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করবেন। জেলায় এ পর্যন্ত ২২১ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, চলমান বিধিনিষেধের নয়দিনে জামালপুর সদর উপজেলায় ২১ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে মামলা হয়েছে ৮৭ টি এবং ১ লাখ ৩১ হজার ৭৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এর বিপরীতে কোনো কারাদণ্ড নেই।

এ বিষয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামানের সাথে মুঠোফোনে (দুপুর ২ টা ৫১ থেকে ৩ টা ৪৩ পর্যন্ত) একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।

(আরআর/এসপি/জুন ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test