E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে পিতা-পুত্রসহ ৫ জনের যাবজ্জীবন

২০১৪ সেপ্টেম্বর ০৩ ২০:০০:৫৭
নোয়াখালীতে পিতা-পুত্রসহ ৫ জনের যাবজ্জীবন

জামাল হোসেন বিষাদ : নোয়াখালী কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের বর্গাচাষী রুহুল আমিন হত্যা মামলায় বাবা ও ছেলে সহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সময় আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ আবদুল কুদ্দুস মিয়ার আদালত এই রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হলেন- আবুল হাসেম ও তার ছেলে নুরনবী, আবুদল হক ও তার ছেলে মোঃ রাসেল এবং আবদুর রহিম।

জেলা জজ আদালতের পিপি এটিএম মহিব উল্ল্যাহ জানান, জমি নিয়ে বিরোধ ও মামলায় স্বাক্ষী দেয়ার জের ধরে ২০০৯ সালের ২৭ জানুয়ারি রাতে কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের রুহুল আমিনকে স্থানীয় ল্যাংড়ার দোকানের পাশে একই গ্রামের আবুল হাসেম ও তার ছেলে নুরনবী, আবুদল হক ও তার ছেলে মোঃ রাসেল এবং আবদুর রহিম লাথি ও পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ঘটনার পর দিন নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে কবির হাট থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানীর পর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে বুধবার জেলা ও দায়রা জজ মোঃ আবদুল কুদ্দুস মিয়ার আদালত রায় ঘোষণা করেন।

(জেএইচবি/এটিআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test