E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৭ মাস পর কুড়িগ্রাম জেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় সর্বত্র আনন্দের বন্যা

২০২১ জুন ২৩ ১৮:৪৮:২৬
১৭ মাস পর কুড়িগ্রাম জেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় সর্বত্র আনন্দের বন্যা

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) : দীর্ঘ ১৭ মাস পর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলোর মধ্যে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন সংগঠন কার্য্যকরী কিিমটর সভাপতিও সম্পাদক ছাড়াও সদস্যদেরকেও বিভিন্নভাবে অভিনন্দন জ্ঞাপন করছেন।

গত শনিবার (১৯ জুন) বাংলাদেশ আওয়াশীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত মোঃ জাফর আলীকে সভাপতি ও আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক করে ৭৫সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটির অনুমোদন দিয়েছেন। সেই সাথে তিনি নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ নবনির্বাচিত কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষে জননেত্রী শেখ হাসিনা এমপির নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র-শোষন-বঞ্চনা ও দূর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বির্নিমাণের সংগ্রামে জনসাধারণ সম্পৃক্ত ও ঐক্যবদ্ধ করতে এবং জেলা-উপজেলা আওয়ামীলীগের হাতকে আরো শক্তিশালী করে মাঠ পর্যায়ে কাজ করতে বেগবান করে তুলবে বলে তিনি আশাবাদী।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলায় আওয়ামীলীগের দু’টি গ্রুপের মধ্যে মতানৈক্য চলছিল। এটি নিরসনের জন্য সোমবার (২৫মে) কেন্দ্রীয় আওয়ামীলীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম কুড়িগ্রাম সফরে এসে কুড়িগ্রাম সার্কিট হাউজে ২দিন ব্যাপী মতানৈক্য গ্রুপকে নিয়ে আলোচনায় বসে। সাংগাঠনিক সম্পাদক তার সুরাজনৈতিক ক্যারিশমায় দফায় দফায় বৈঠকের পর অবশেষে চুড়ান্ত তালিকায় স্বাক্ষর করেন সভাপতি মোঃ জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

এছাড়া ওই বৈঠকের পর ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত হলেও পদ পদবী চুড়ান্ত না হওয়ায় দলের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষর করলে কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তরে পাঠানো হয়। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে গত শনিবার(১৯জুন) বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরে অনুমোদন করা হয় ৭৫সদস্যের কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি।

এতে মোঃ জাফর আলী সভাপতি ও আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারন সম্পাদক করে ৭৫সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি চাষী এমএ মতিন, মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান মন্ডল, মোঃ বদিউল আলম, এ্যাড. এসএম আব্রাহাম লিংকন, শেখ রিয়াজুল হক বাবুল, সাঈদ হাসান লোবান, ছানালাল বক্সী, নি.ম নাজমুল ক্রাউন, বাবু রবি বোস, আকবর আলী সরকার ও হামিদা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক আ.ন.ম ওবায়দুর রহমান, মোঃ জিল্লুর রহমান টিটু, মোঃফজলে নুর তানু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আমজাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবীদ ডক্টর শাহনাজ বেগম(নাজু), তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম(রাজু শিকদার), ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক বাবলা ঘোষ, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ(মামুন), ধর্মবিষয়ক সম্পাদক হাফেজমোঃ আব্দুল ওয়াহেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান টিপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খন্দকার হাসান মাসুদ মুকুট, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক একে.এম. গোলাম মওদুদ(সুজন), মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এসএম সালাহ উদ্দিন রুবেল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মাজু, শ্রম সম্পাদক মজিদুল ইসলাম সর্দার, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল ভৌমিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ নাসির উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক আলহাজ্ব আবুলকালাম আজাদ, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আলহজ্ব মোস্তাফিজার রহমান (সাজু), উপদপ্তর সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রতন, উপ প্রচার সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম আইয়ুব ও কোষাধ্যক্ষ অসীম কুমার, এবং সদস্য মোহাম্মদ আলী সরদার, মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী সরকার(বীর বিক্রম), মোঃ আতাউর রহমান শেখ, অধ্যাপক এমএ মতিন(এম.পি), মোঃ জাকির হোসেন(এম.পি), মোঃ আসলাম সওদাগর(এম.পি), অধ্যক্ষ মোঃ আহসান হাবিব রানা, মোঃ শাহাজাহান সিরাজ, মোঃ নুরন্নবী চৌধুরী খোকন, ফাল্গুনী তরফদার, চাষী সালাম, মোঃ শাহের উদ্দিন ধনী, মতি শিউলী, মোজাম্মেল হক প্রধান, মোঃ আক্তার হোসেন চিনু, সাজু আহমেদসরকার(বাউল শিল্পী), আলহাজ্ব আক্তারুজআমান মোঃ আবুনুর, মোঃ গোলাম হোসেন মন্টু, মোঃ সফিউল আলম, আব্দুল হাই সরকার, অলক সরকার, মোঃ কাজিউল ইসলাম, আলহাজ্ব এ্যাড. মোঃ রুহুল আমিন দুলাল, এ্যাড. মোঃ মাসুম ইকবাল, মোছাঃ মাহবুবা বেগম (লাভলী), ডাঃ মাহফুজার রহমান উজ্বল, মোঃ আবু বক্কর সিদ্দিক, সাজেদুর রহমান তালুকদার(সাজু), সফিকুল ইসলাম(শাকিব), মোঃ রেজাউল ইসলাম মিনু, মোঃ সালেহ আমমেদ মজনু, মোঃ আব্দুল মোত্তালেব হোসেন, আতাউর রহমান (বিপ্লব), তর্পণ চক্রবর্তী, খ.ম খায়রুল ইসলাম, মোঃ মাহফুজ রহমান।

কমিটি অনুমোদন পেয়ে বুধবার(২৩জুন) কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ জাফর আলী বলেন, এ কমিটি জননেত্রী শেখ হাসিনার আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, দীর্ঘদির পর কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের কমিটি হওয়ায় আমরা খুশি। আশা করছি এই কমিটির মাধ্যমে আওয়ামীলগ একটি শক্তিশালী সংগঠনে পরিনত করবো ইনশো আল্লাহ।

রংপুর বিভাগের নতুন দায়িত্ব প্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, দীর্ঘদিন পরে হলেও জেলা আওয়ামীলীগের শীর্ষ দুই নেতা ঐক্যমতে পৌছতে পেরেছেন এজন্য তালিকা চুড়ান্ত সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না।

কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের নতুন কমিটি অনুমোদন হওয়ায় জেলা-উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগসহ সামাজিক ও সাস্কৃতিক সংগঠনগুলো ফেসবুক, টুইটার, হোয়াটএ্যাপের মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করেছেন। সেই সাথে নেতা-কর্মীদের মাঝে জেলাজুড়ে মিষ্টি বিতরণ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ১২ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ জাফর আলী সভাপতি এবং আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হলেও ওই দুই নেতার মতানৈক্যের কারণে পূর্নাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। বর্তমান প্রেক্ষাপটে, কুড়িগ্রাম জেলা আয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে বদ্ধপরিকর।

(পিএস/এসপি/জুন ২৩, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test