E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে গাছ কর্তন

২০২১ জুন ২৩ ১৯:১৪:২৬
দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে গাছ কর্তন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : টেন্ডার ছাড়াই দিনাজপুরের নবাবগঞ্জে লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। 

দিনাজপুরর নবাবগঞ্জ উপজলার ৬নং ভাদুড়িয়া ইউনিয়নর শাল্টী মুরাদপুর নামক গ্রামর রাস্তার দরিদ্র বিমাচন পরিবশ উনয়ন সামাজিক সম্পদ বদ্ধির লক্ষে রোপন করা ১১টি গাছ রাতর আঁধারে কেটে নিয়ে গেছে।

এ নিয়ে অভিযোগ করেছে,উপকারভাগী সাবেক ইউপি সদস্য শামীম শাহ। নবাবগঞ্জ উপজলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নর পুটিহার গ্রামর মাহমুদুল ইসলাম সহ ৩ জনের বিরুদ্ধে অভিযাগ করছন ভাদুরিয়া ইউনিয়ন পরিষদর সাবক ইউপি চয়ারম্যান শামীম শাহ।

উপকারভাগী শামীম শাহ জানান, গত ১১/০৭/২০০৭ ইং তারিখ ইউনিয়ন পরিষদ থক তাক ২০ বছরর জন্য চুক্তিপত্রর মাধ্যম তাক মালিক হিসব দায়িত্ব স্থানীয় সরকার। শাল্টি মুরাদপুর উত্তরপাড়া মোড় থেকে ছাতনী পাড়া পর্যন্ত পুটিহার গভীর নলকুপর মোড় হতে জাড়গাড়ী পর্যন্ত ২ (দুই) কিলামিটার রাস্তায় বৃক্ষ রোপন করা হয়। চুক্তিপত্র লেখা আছে ২০ বছরের আগ কোন গাছ কর্তন করা যাবে না। এমতাবস্থস্য উপরাক্ত চারজনসহ নাম অজানা ৮/১০ জন মিল রারের আঁধার ১১টি গাছ কেটেছে। তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন তিনি।

এ বিষয় অভিযুক্ত মাহমুদুল সহ আব্দুল মতিনের সাথ যোগাযোগ করা হলে তারা জানান, রাতর আঁধার নয়, দিনের বেলায় তাদর জমিত ওই গাছগুলা কটেছেন। তারা দাবী করেছেন, গাছগুলা তারাই রাপন করছিলন, তারাই কটেছেন।

(এস/এসপি/জুন ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test