E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী 

২০২১ জুন ২৪ ১৩:৪৯:০৪
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা ও অপশক্তিকে পরাজিত করে ইনশাল্লাহ অবশ্যই বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।

তিনি বলেন, শেখ হাসিনার প্রাজ্ঞ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা নস্যাৎ করার জন্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে। যেমনটি হয়েছিল ৭৫ সালে। পরাজিত শক্তি খুনিরা ২০১৩-১৪ সালে যারা অগ্নিসংযোগ করেছে তারা এখনো তৎপর। তারা সরকারের বিরুদ্ধে বিষবাষ্প ছড়াচ্ছে। তারা এ দেশের উন্নয়ন শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা করতে চায়।

বুধবার সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি হিসেবে বাঙালির মুক্তির সনদ ৬ দফা ঘোষণা করে স্বাধীনতার লক্ষ্যে বাঙালির মনন তৈরি করেছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী লীগের হয়েই সেই নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং আওয়ামী লীগ বিজয় অর্জন করেছিল। তার প্রেক্ষিতেই অসহযোগ আন্দোলন এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতাযুদ্ধ সর্বোপরি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন। সে কারণেই আজকে বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে।

ডাঃ দীপু মনি বলেন, আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত, ডিজিটাল বাংলাদেশ আমরা তৈরি করেছি। পৃথিবীতে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ ও খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে উদ্বৃত্তের দেশ। মাথাপিছু আয়ে ভারতকেও ছাড়িয়ে সামাজিক, অর্থনৈতিক, মানব উন্নয়ন সব সূচকে পাকিস্তানকে অনেক আগেই অতিক্রম করেছে। করোনার মধ্যেও আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, শত প্রতিকূলতা মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে দেশে কেউ না খেয়ে থাকে না, বিনা চিকিৎসায় মারা যায় না। জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে। বরং মানুষ এখন উন্নত জীবন মানের চিন্তায় বিভোর রয়েছে। মানুষের বড় একটি চাহিদার মধ্যে ছিল আবাসন। আর এই মুজিববর্ষে গৃহহীন পরিবারগুলোকে সেই আবাসনের ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে আমাদের সকল স্থানে নারীদের জয়জয়কার অবস্থা, তার পেছনে একমাত্র হাতিয়ার শেখ হাসিনা।

তিনি চাঁদপুরবাসীর কাছে শেখ হাসিনার জন্যে দোয়া চেয়ে বলেন, তিনি যেন দীর্ঘায়ু হোন। তাকে যেনো আল্লাহপাক সুস্থ রাখেন এবং বারবার এই দেশের নেতৃত্ব দিতে পারেন।

ডাঃ দীপু মনি বলেন, এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের পাশে চিরদিন থেকেছে, এখনো আছে, আগামী দিনেও থাকবে। কারণ এই আওয়ামী লীগই বাংলাদেশ। আমরা এ দলের একজন সদস্য ও কর্মী হিসেবে গর্বিত।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা উদযাপন করা হয়। চাঁদপুর জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিমের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউছুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, সহ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডঃ বিনয় ভুষণ মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, মহিলা সম্পাদিকা অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুুল।

আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ভূঁইয়া, অ্যাডঃ আমির হোসেন মন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান খান সবুজ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী আবিদা সুলতানা, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

(ইউ/এসপি/জুন ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test