E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক শাহ্ আলম শাহীর মাতা আনোয়ারা বেগমের ইন্তেকাল

২০২১ জুন ২৭ ১৫:৪৫:৫৪
সাংবাদিক শাহ্ আলম শাহীর মাতা আনোয়ারা বেগমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক শাহ্ আলম শাহী’র মা  মোছা: আনোয়ারা বেগম। আজ রোববার সকাল ৮ টা ৪৫ মিনিটে তিনি দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। 

আজ রোববার বাদ জোহর দুপুর ২টায় দিনাজপুর শহরের চাউলিয়া পট্রিস্থ মাটি’র জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রথম জানাজা’র পর গ্রামের বাড়ি বিরল উপজেলার খোসালডাঙ্গা হাট প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দামাইল আটপট্রি গোর-স্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন হয়। মরহুমের নামাজে যানাজা ও দাফন কার্যে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, শুভাকাংখি ও গুনগ্রাহীসহ অসখ্য মুসল্লি শরিক হন।

দিনাজপুর শহরের চাউলিয়াপট্রি নিবাসী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক কর্মচারি ও সমাজ সেবক মরহ্রম মো. মেহেরাব আলী’র স্ত্রী এবং দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী’র ধর্মভীরু মাতা মোছা: আনোয়ারা বেগম প্রথমে কোভিড-১৯ আক্রন্ত হলেও সুস্থ্য হয়ে পরে নিমোনিয়ায় আক্রান্ত হন। দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ৮ টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, প্রেসক্লাব সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক জহির শাহ, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহা সচিব শাহাদত হোসেন মুন্না, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, সম্মিলিত সাংবাদিক পরিষদ(এসএসপি) এর সাধারন সম্পাদক জালাল উদ্দিন জুয়েলস্হ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাহিত্য-সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে শোকসমÍপ্ত পবিরাবেরর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রূহের মাগফেরাত ও শান্তি কামনা করেন তাঁরা।

(এস/এসপি/জুন ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test