E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা চিকিৎসায় ঠাকুরগাঁও হাসপাতালে ২টি অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন দিলেন মির্জা ফখরুল

২০২১ জুন ২৭ ১৭:৩১:০৭
করোনা চিকিৎসায় ঠাকুরগাঁও হাসপাতালে ২টি অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন দিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে করোনার প্রকোপ বৃদ্ধিতে জেলার করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন সংকট কাটাতে ২ টি সয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন ও ডিস্ট্রিবিউশনকারী "অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন" ঠাকুরগাঁও সদর হাসপাতালকে প্রদান করেছেন । 

রোববার দুপুরে মির্জা ফখরুলের পক্ষ থেকে ফখরুলের ছোটো ভাই বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন মেশিন দুটি হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট জিপি সাহা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল আলম চয়ন, প্রেসক্লাব সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মচারীবৃন্দ।

দাতাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল জানান, মেশিনগুলো করোনা ইউনিটে মুমূর্ষু রোগীদের জরুরী অক্সিজেন দেয়ার কাজে ব্যবহার করা হবে।

(আই/এসপি/জুন ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test