E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই’

২০২১ জুন ২৭ ১৮:১৮:১৪
‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই’

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহনের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সরকারি শাহ্ সুলতান কলেজে শতাধিক ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপণ করা হয়।

রবিবার (২৭ জুন) বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজ প্রাঙ্গণে সকাল ১০টায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে জননেতা মঞ্জুরুল আলম মোহন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রত্যেকে ৩টি করে গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানাই। মানব জাতির কল্যাণে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ বজায় রাখতে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। অন্যথায় বন্যা ও উষ্ণতা বৃদ্ধিসহ ভয়াবহ দুর্যোগের কবলে পড়তে হবে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি বয়ে আনবে ফসলের ক্ষতি, খাদ্যাভাব সহ বিভিন্ন দুর্যোগ। মানব জাতির বিপর্যয় কাটাতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সবাই বাড়ির ফাঁকা জায়গায় অথবা পতিত স্থানে গাছ লাগান। বিপদে গাছ মানুষের পরম বন্ধু।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, ছাত্রলীগ নেতা শাওন, মিথিলেস, সজল, সুজিত, স্বাধীন, মিল্লাত, রিয়াল, অমিত, শুভ, তানজিম, সালমান, রাকু, সাব্বির, আরিফ, মাহফুজার সহ প্রমুখ।

(আর/এসপি/জুন ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test