E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার কুখরালীতে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

২০২১ জুন ২৭ ১৮:২৯:৪৮
সাতক্ষীরার কুখরালীতে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পুকুরে বিষ দিয়ে এক কৃষকের ৫০ হাজারের বেশি টাকার মাছ নিধন করেছে। শনিবার গভীর রাতে সাতক্ষীরা শহরের কুকরালী আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

শহরের কুকরালীর আব্দুল হাকিমের ছেলে শহীদুজ্জামান শিমুল জানান, তাদের গ্রামের মো: মোহাব্বত আলীর ছেলে আলতাবুল, আলতাবুলের স্ত্রী মইফুল ও এরশাদ বাটুলের ছেলে সাবুর আলীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের সঙ্গে বিরোধ রয়েছে। সম্প্রতি তাদের আপোষকৃত জমি জবরদখলের জন্য অলতাবুল চেষ্টা করে আসছিল। এরই অংশ হিসেবে আলতাবুল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে।

শহীদুজ্জামান শিমুল আরো জানান, তারা তাদের সাত শতক জমির পুকুরে চারা পোনা ছেড়ে বড় করে বিক্রি করে থাকেন। রোববার সকালে পুকুরে যেয়ে দেখেন রুই, কাতলা, তেলাপিয়া সহ দেশীয় বিভিন্ন জাতের ৫০ হাজারের ও বেশি টাকার মাছ পানিতে ভেসে আছে। পুকুরের পাশে একটি বিষের বোতলও খুঁজে পাওয়া যায়। কিছু দিনের মধ্যেই মাছগুলো ঘেরে ছাড়ার উপযোগী হয়ে উঠতো। তার আশঙ্কা আলতাবুল তাদেরকে জব্দ করার জন্য শনিবার গভীর রাতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় থানায় আব্দুল হাকিমের ছেলে শহীদুজ্জামান শিমুল বাদী হয়ে,রোববার দুপুরে থানায় একটি এজাহার দায়ের করেছে।

(আরকে/এসপি/জুন ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test