E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় করোনা সংক্রমণের উর্ধ্বগতি, শনাক্তের হার ৩১.৩৭ শতাংশ

২০২১ জুন ২৭ ১৯:০৫:৫৫
বগুড়ায় করোনা সংক্রমণের উর্ধ্বগতি, শনাক্তের হার ৩১.৩৭ শতাংশ

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩২২টি নমুনা পরীক্ষায় ১০১ জন করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত এবং মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ৪ জনের মধ্যে ২ জন বগুড়ার বাসিন্দা। বাকি ২ জনের মধ্যে ১ জন জয়পুরহাটের এবং অন্যজন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। 

বগুড়ায় করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে বর্তমান শনাক্তের হার ৩১.৩৭ শতাংশে উন্নীত। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৪৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২,৪৪১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬১৭ জন। গত বছরের ২২ মে হতে আজ অবধি বগুড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৩৭৫ জন। মৃত্যুর হার ২.৭৯ শতাংশ।

রবিবার (২৭ জুন) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় মোট ৩২২টি নমুনা পরীক্ষা করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২১২টি নমুনায় ৭৪ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৮টি নমুনায় ৯ জনের এবং এন্টিজেন পরীক্ষায় ৬৬টি নমুনায় ১০ জনের পজিটিভ এসেছে। এছাড়াও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৬টি নমুনায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় করোনা সংক্রমণের হার উদ্বেগজনক।

(আর/এসপি/জুন ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test