E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১০ মৃত্যু, শনাক্ত ৫০

২০২১ জুন ৩০ ১৩:৪৯:৫১
সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১০ মৃত্যু, শনাক্ত ৫০

রঘুনাথ খাঁ,সাতক্ষীরা : সাতক্ষীরায় ১৬২ জনের নমুনা পরিক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ। বুধবার সকাল পর্যন্ত একদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ  হাসপাতালে  করোনা উপসর্গ নিয়ে  চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত দুইজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।    

এদিকে সাতক্ষীরায় সীমিত আকারে শুরু হওয়া সাটডাউনের শেষ দিনে শহরে বুধবার সকাল থেকে ছোট খাটো যানবাহন চলাচল করছে। বিভিন্ন যানবাহনে গ্রামের মানুষ শহরে আসছে। তবে তাদেরকে বেশি ভাড়া গুনতে হচ্ছে। পুলিশ যথারীতি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনেই অনেকে চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না অনেকেই। বিপাকে পড়েছে মোটর চালিত ভ্যান ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বর্তমানে করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে আরও ১৭ জনসহ মোট ৪২জন চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ২৫ জন ও উপসর্গ নিয়ে ২৮৫ জন ও বেসরকারি হাসপাতালে ১৩৭ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ৭০জনের। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১৬।

অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩৪০ জন। হোম কেয়ারেন্টাইনে আছেন ৭৭৪ জন। এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪৩ জন। এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৮০৮টি নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৯২০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে পজেটিভ এসেছে তিন হাজার ৩৭১জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২ জন। সরকারি ও বেসরকারি মিলে হাসপাতালে ভর্তির সংখ্যা ৪৩৯ জন।

(আরকে/এসপি/জুন ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test