E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু, শনাক্ত ৪৪

২০২১ জুন ৩০ ১৩:৫৯:২৪
জামালপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু, শনাক্ত ৪৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনা আক্রান্ত হয়ে আলী আকবর নামে ৬৫ বছর বয়সী আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুসংখ্যা ৪৮ জনে দাঁড়াল। এছাড়া গেল ২৪ ঘন্টায় ১৯৮ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত নিয়ে জেলায় এ পর্যন্ত ২৮৩৩ জনে পৌঁছল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ।

২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৭৭ জন। জামালপুর জেনারেল হাসপাতালের আইসোলেশনে ৭ জন ও হোম আইসোলেশনে ৭০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪১৩ জন।

বুধবার (৩০ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার (২৯ জুন) মাদারগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর এলাকার ৬৫ বছরের এক পুরুষ মারা গেছেন। তিনি ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২২ জুন তার নমুনা নেওয়া হয়। ২৩ জুন তার করোনা শনাক্ত হলে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার মুগদা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

এছাড়া সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়। জেলা/উপজেলা পর্যায়ে রেপিড এন্টিজেন টেস্টে ৩৪ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় আরো ১৫ জনের।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তের মধ্যে জামালপুর সদর উপজেলার শহীদ হারুন সড়ক, বাগেরহাটা, নান্দিনা, মুকুন্দবাড়ী, জেনারেল হাসপাতাল, শরীফপুর, জজকোর্ট, আমলাপাড়া, বোষপাড়া, পাথালিয়া, বেলটিয়া, কালীবাড়ী, মৃর্ধাপাড়া, সোনালী ব্যাংক, রশীদপুর, হাই স্কুল মোড়, পাঁচ রাস্তা, দাপুনিয়া, কলেজ রোড, গেইটপাড়, শান্তিনগর, দড়িপাড়া ও ইকবালপুরে আক্রান্ত শনাক্ত হয়েছে।

মেলান্দহ উপজেলার মেলান্দহ সদর, মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ সদর, সরিষাবাড়ী উপজেলার মহাদান ও সরিষাবাড়ী সদর, বকশীগঞ্জ উপজেলার উজান নগর, ঘাসীরপাড়া ও টালিয়া পাড়ায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া গেল ২৪ ঘন্টায় জামালপুর সদর উপজেলায় ৪৩ জন, মেলান্দহ উপজেলায় ৪ জন, মাদারগঞ্জ উপজেলায় ৬ জন, সরিষাবাড়ী উপজেলায় ১৫ জন ও বকশীগঞ্জ উপজেলা ২ জন সুস্থ হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলায় এ পর্যন্ত ২৫১৩২ টি নমুনা পরীক্ষায় ২৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় আরো একজন করোনা রোগী মারা গেছেন।

তিনি কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলকেই সরকারি বিধি-বিধান মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নির্দিষ্ট বুথে নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

(আরআর/এসপি/জুন ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test