E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কঠোর লকডাউন নিশ্চিত করতে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের অভিযান

২০২১ জুলাই ০১ ১৭:০০:২৫
কঠোর লকডাউন নিশ্চিত করতে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের অভিযান

দিলীপ চন্দ, ফরিদপুর : করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে আরোপিত বিধিনিষেধ বৃষ্টির মধ্যেও কঠর লকডাউন নিশ্চিত করতে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক কঠোর অভিযান অব্যাহত।

সারা দেশব্যপি কঠোর লকডাউনের অংশ হিসেবে ১লা জুলাই ২০২১ বৃহস্পতিবার ফরিদপুর শহরের সুপার মার্কেট, আলীপুর মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, রথখোলা, পূর্বখাবাসপুর, ঝিলটুলী, অনাথের মোড়, চরকমলাপুর, হারোকান্দী, মুন্সীরবাজার, পিয়ারপুর, রাজবাড়ী রাস্তার মোড়, বদরপুর, কানাইপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।

এ সময় সাথে ছিলেন ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ আল-আমিন। র‌্যাব ও আনসার ও ব্যাটালিয়ান আনসারের একটি টিম লকডাউন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সাথে উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

করোনার সংক্রমন বৃদ্ধিতে সারাদেশে কঠর লকডাউন ঘোষণা করায় এ নির্দেশ অমান্য করে বিধি নিষেধ ভঙ্গ করে সুপার সপ খোলা রাখায় ফরিদপুরে মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বপ্ন সুপার সপকে ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান ও জারীকৃত বিধি নিষেধ মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করা হয়।

(ডিসি/এসপি/জুলাই ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test