E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

২০২১ জুলাই ০২ ১৭:২৬:১৭
সালথায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : লকডাউনের দ্বিতীয় দিনে ফরিদপুরের সালথা   উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারের চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিয়ানে উপস্থিত ছিলেন সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল মোঃ সুমিনুর রহমান ও সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান।

এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল সুমিনুর রহমান বলেন, লকডাউন বাস্তবায়নে সর্বদা পুলিশ মাঠে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় চার ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

(এন/এসপি/জুলাই ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test