E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

২০১৪ সেপ্টেম্বর ০৪ ২১:৩৯:৫২
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

সাতক্ষীরা প্রতিনিধি : আট মাদক সেবী ও এক মরা গরুর মাংস বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ এ কারাদন্ড দেন।

এদের মধ্যে কালীগঞ্জ উপজেলার রামনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাইফুল্লাকে (৩০) দু’ বছর ,কাকশিয়ালী গ্রামের হামিদ পাড়ের ছেলে গোলাম রসুলকে (৩৫) এক মাস,খানপুর গ্রামের মেছের আলী সরদারের ছেলে মোমিন(৩০), চাঁচাই গ্রামের সতীশ দাশের ছেলে মনোরঞ্জন দাস (৫৫), রঘুনাথপুর গ্রামের শিবপদ দাস (৫৫) ও জিরনগাছা গ্রামের চরণ দাসের ছেলে খগেন দাসকে (৪৫) ছয় মাস, বাজারগ্রামের ইয়াসিন আলীর ছেলে মামুনকে (৩০) সাত দিন, শীতলপুর গ্রামের সাইফুল ইসলামকে (৩০) তিন মাস, নলতা শরীফ গ্রামের হোসেন আলী গাজির ছেলে ফজর আলীকে (৩৫) দু’ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে খগেন দাসের বিরুদ্ধে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ জানান, মরা গরুর মাংস বিক্রির অভিযোগে খগেন দাসকে ও মাদক সেবনের অভিযোগে আটজনকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বুধবার দিবাগত রাতে ও বৃহষ্পতিবার সকালে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। কারাদন্ড প্রদান শেষে তাদেরকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(আরকে/অ/সেপ্টেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test