E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উপজেলা চেয়ারম্যানকে দায়ী করে সদস্যদের ক্ষোভ

ঝালকাঠিতে কাজ না হওয়ায় নলছিটি এডিপি প্রকল্পের বরাদ্দ ৬৭ লাখ টাকা ফেরত

২০২১ জুলাই ০২ ১৯:১৩:০৮
ঝালকাঠিতে কাজ না হওয়ায় নলছিটি এডিপি প্রকল্পের বরাদ্দ ৬৭ লাখ টাকা ফেরত

এমদাদুল হক স্বপন, ঝালকাঠি : ২০২০-২১ অর্থবছরে ঝালকাঠির নলছিটি উপজেলার বার্ষিক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ্ ৬৭ লাখ টাকার টেন্ডার বাতিল করা হয়েছে। জুনের মধ্যে কোন কাজ না হওয়ায় এ প্রকল্পের বরাদ্দ ফেরত পাঠানো হয়। এ নিয়ে উপজেলার ঠিকাদার ও কমিটির মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা এ বিষয়ে প্রকল্প কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যানের অনাগ্রহের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

তথ্যানুসন্ধানে জানাযায়, ১০ টি ইউনিয়নের মোট ১৪টি প্রকল্পের কাজের জন্য এডিপি’র ৬৭ লাখ টাকা বরাদ্দ ছিল। এসব প্রকল্পের মধ্যে রাস্তা ও ঘাটলা নির্মানসহ বিভিন্ন স্কিমের টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে নলছিটি উপজেলার ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহিন বলেন, এডিপি প্রকল্পের টাকা ফেরত যাবার বিষয়ে সম্পূর্ণ দায়-দায়িত্ব প্রকল্প কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যানের। আমরা কমিটির সদস্য হলেও আমাদের মতামতের কোন মূল্যায়ন হয়না। যদি এ প্রকল্পের কোন বিষয় কমিটির সভাপতির মনের মতো না হয় তাহলে তিনি রি-টেন্ডার করতে পারত। তিনি ২৮ জুন থেকে তার মোবাইল বন্ধ রেখেছে। আমরা তার সাথে আলাপ আলোচনা করে এর সমাধান করতে চাইলেও কথাই বলতে পারিনি। মুখে এক কাজে আরেক হলে কোন কিছুই করা যায়না বলেও মফিজুর রহমান জানান।

উপজেলার বিশিষ্ট ঠিকাদার সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম হাওলাদার বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এ প্রকল্পের স্কিম দিয়ে ছিলেন। শুনেছি প্রকল্পের বরাদ্দ ফেরত গেছে। কি কারনে এরকম হলো তা প্রকল্প কমিটির সভাপিত উপজেলা চেয়ারম্যানই ভাল বলতে পারবেন।

প্রকল্পের সদস্য সচিব উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান জানান, টেন্ডার অনুমোদনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে ফাইল পাঠানো হয়েছে। এখনো ফেরত আসেনি। শুনেছি টেন্ডার বাতিল করা হয়েছে। এর কারন তিনিই বলতে পারবেন।

এডিপি প্রকল্পের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার এ প্রসঙ্গে বলেন, টেন্ডার হয়েছিল কিন্তু স্কিম দিতে দেরী হওয়ায় জুনের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবেনা বলে কমিটির সভাপতি মনে করেছেন। তার ক্ষমতা আছে টেন্ডার বাতিল করার। তাই পিপিআর এর ৪২ (খ) ও (গ) ধারায় প্রকল্প কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যন এ টেন্ডার বাতিল করেন।

এ নিয়ে উপজেলা চেয়ারম্যান ও প্রকল্প কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, প্রকল্প বাতিল করা হয়েছে। আমি অসুস্থ বলেই লাইন কেটে দেন।

(এস/এসপি/জুলাই ০২, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test