E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্দরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন ইউএনও

২০২১ জুলাই ০২ ১৯:১৭:৩৬
বন্দরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন ইউএনও

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ নির্মিত ৩১ টি ঘর পরিদর্শন করেছেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলার লক্ষনখোলা এলাকায় গিয়ে ৩১ টি ঘর পরিদর্শন করেন তিনি। এসময় সেখানে থাকা বাসিন্দাদের খোজ খবর নেন ইউএনও। পাশাপাশি এসকল বাড়িতে থাকতে কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা তাও জেনে নেন বাসিন্দাদের মুখ থেকে।

পরিদর্শন কালে বেশ কয়েকটি ঘরের পাশে বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। বাসিন্দাদের ব্যবহার করা বাথরুম সহ বাসার আশেপাশে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য দ্রুত লেবার নিয়োগ করেন শুক্লা সরকার। বাসিন্দাদের কেও নিজ নিজ ঘর পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। বর্ষা মৌসুমে অন্য কোন সমস্যার মুখোমুখি হলে বাসিন্দাদের দ্রুত উপজেলাকে অবগত করতে বলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, প্রধানমন্ত্রীর দেয়া ঘরগুলোতে কোন সমস্যা আছে কিনা তা দেখতেই পরিদর্শন করা হয়েছে৷ এসময় কয়েকটি বাড়ির পাশে বর্ষার পানি জমে থাকতে দেখেছি৷ সেগুলো দ্রুত নিষ্কাশনের তাগিদ দেয়া হয়েছে৷ এছাড়া ঘরগুলোর আশেপাশে ফলজ গাছের চারা রোপনের জায়গা নির্ধারণ করা হয়েছে।

(এ/এসপি/জুলাই ০২, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test