E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীরতে ম্যাজিস্ট্রেট দেখে দৌড়, দুইজনকে জরিমানা

২০২১ জুলাই ০৩ ১৫:০৪:৩৯
ঈশ্বরদীরতে ম্যাজিস্ট্রেট দেখে দৌড়, দুইজনকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : কঠোর লকডাউনের তৃতীয় দিন ঈশ্বরদীর জয়নগর শিমুলতলায় মোবাইল কোর্টের গাড়ি দেখে দোকানের সাটার বন্ধ করে দৌড়ে পালিয়ে যায় কয়েকজন ব্যবসায়ী। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল মাস্ক না পড়ার অপরাধে দু’জন ব্যবসায়ীকে জরিমানা করেন।

শনিবার (৩ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। সকাল ১১টায় মোবাইল কোর্টের গাড়ির বহর জয়নগর শিমুলতলা এলাকায় অভিযানে গেলে লকডাউনের নির্দেশনা উপো করে খোলা কয়েকটি দোকান তাৎনিক সাটার নামিয়ে দিয়ে দোকানদাররা দৌড়ে পালিয়ে যায়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক ব্যবহার না করার অভিযোগে ব্যবসায়ী নবাব আলী ও আনিসুর রহমানকে ২০০ টাকা করে জরিমানা করেন।

(এসকেকে/এসপি/জুলাই ০৩, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test