E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুমতি নদীতে নৌকা ডুবে বাদাম চাষি নিখোঁজ 

২০২১ জুলাই ০৩ ১৫:২৫:৪৭
মধুমতি নদীতে নৌকা ডুবে বাদাম চাষি নিখোঁজ 

মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতি নদীতে ডুঙ্গি নৌকা ডুবিতে এক বাদাম চাষির নিখোঁজের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার মধুখালী ফায়ার সার্ভিস ও খুলনার একদল ডুবুরি চেষ্টা করেও ওই কৃষকের কোন খোঁজ মেলেনি।

নিখোঁজ বাদাম চাষি হলেন উপজেলার কামারখালী ইউনিয়নের চর-পুকুরিয়া গ্রামের জমির মোল্যার ছেলে মনিরুল মোল্যা (৩৫)।

এলাকাবাসী ও মধুখালী ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, শুক্রবার চরে মধুমতি নদীর ওপার উত্তর পাড়ে গয়েশপুর চরে বাদাম ফসল দেখতে এক শিশু ও ৮কৃষক মিলে একটি ছোট ডিঙ্গি নৌকাযোগে নদী পার হয়ে বাদামের ক্ষেত দেখতে যাচ্ছিল। এ সময় নদীতে প্রবল শ্রোতের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। সংঙ্গে সংঙ্গে এলাকাবাসী চেষ্টা করে ৮জনকে উদ্ধার করলেও মনিরুলকে পাওয়া যায়নি।

মধুখালী ফায়ার সার্ভিসের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. টিটোব সিকদার জানান, খবর পেয়ে আমরা এবং খুলনার একটি ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত চেষ্টা করে নিখোঁজ কৃষকের কোন সন্ধান পায়নি। শনিবার ট্রলারে করে ওই কৃষকের খোঁজ করা হচ্ছে বলে তিনি জানান।

(এম/এসপি/জুলাই ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test